1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
চট্টগ্রামে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন শিক্ষা ও শ্রমবাজারের দূরত্ব কমানোর তাগিদ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত প্রথমবারের মত থানচি প্রেসক্লাবের মরণোত্তর গুণীজনদের সংবর্ধনা প্রদান: গোপালগঞ্জের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক উখিয়ায় ট্রাক ও বাইকের সং*ঘ*র্ষে নি*হ*ত ১ আ*হ*ত ২ নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

চট্টগ্রামে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন শিক্ষা ও শ্রমবাজারের দূরত্ব কমানোর তাগিদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশের শিক্ষার সঙ্গে শ্রমবাজারের যে দূরত্ব, তা তরুণ প্রজন্মের কর্মসংস্থানে প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্রগ্রামে অনুষ্ঠিত এক নীতি আলোচনার বক্তারা। তারা বলেন, এই দূরত্বের কারণে তরুণ প্রজন্মের মধ্যে অসন্তুষ্টি বাড়ছে। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
বুধবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ‘যুব কর্মসংস্থান: প্রত্যাশা ও সুপারিশ’ শীর্ষক নীতি আলোচনায় এসব কথা বলেন বক্তারা। ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
নীতি আলোচনায় ক্লিপটন গ্রুপের পরিচালক ও সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা যথেষ্ট সনাতনী। একজন শিক্ষার্থী কোনো ইন্টার্নশিপ বা চাকরির অভিজ্ঞতা না নিয়েই মাস্টার্স শেষ করে ফেলেন। সেক্ষেত্রে শিক্ষার সঙ্গে কাজের অভিজ্ঞতার একটা বড় ফারাক থেকে যায়।’
বেকার সমস্যা দূর করতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চাকরি ও ব্যবসার অভিজ্ঞতা অর্জন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সরকারি চাকরির জন্য তরুণদের ঠেলে না দিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য পরিবারগুলোকে অনুপ্রেরণা দিতে হবে।
এসময় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চট্টগ্রাম প্রধান অ্যালেক্সসিউস চিছাম বলেন, গ্রাম ও শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যেও পার্থক্য আছে। কিন্তু চাকরির বাজারে আমাকে বিদেশ থেকে পড়ে আসা, ভালো ইংরেজি জানে এমন মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। শিক্ষার এই বৈষম্য দূর করতে নীতিনির্ধারকদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান। তিনি ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন সম্পর্কে বলেন, আমরা নানা সমস্যার মধ্য দিয়ে চলছি। দীর্ঘদিন থেকে সমাজে চলতে থাকা এসব সমস্যার কথা, নাগরিকদের দাবি ও অধিকারের কথা তুলে ধরাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় www.amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানে ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন। এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ফারহানা যুথী, বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের সাবেক অ্যাডজুটেন্ট আবদুল্লাহ আল মামুন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ চীফ এএনএম তামজীদ।
নীতি আলোচনা ছাড়াও অনুষ্ঠানে নাগরিক সমস্যা নিয়ে নাট্য, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি