আজ ১৩ ই নভেম্বর বুধবার, পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রদের ট্যাবের টাকা একাউন্টে না ঢোকায়, জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক )চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফ আই আর করেন তমলুক থানায়।,
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।, এরপর উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার হয় তিনজন। দুজন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে এবং একজন ইসলাম পুরের রামগঞ্জ থেকে। ধৃতদের নাম সিদ্দিক হোসেন, মোবারক হোসেন ও আসিরুল হক। পুলিশ সূত্রে খবর এদের তিনজনকেই ইসলামপুর কোর্টে তোলা হয়।
ট্রানজিট রিমান্ডে এদেরকে মেদিনীপুরে নিয়ে আসা হবে, পুলিশি তদন্তে জানা গিয়েছে, ধুতরা মূলত এক একাউন্ট থেকে আরেক একাউন্টে টাকা ট্রান্সফারের সিদ্ধহস্ত। বিষয়টি সম্পত্তি টের পায় পুলিশ।
তারপরই সোমবার রাতে মেদিনীপুর জেলা পুলিশ, ইসলামপুরের সাইবার ক্রাইম থানা ,চোপড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছে।, মঙ্গলবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, বিষয়টি নিয়ে আলোচনা করেন। এবং সাংবাদিক সামনে ব্যক্ত করেন।
রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, ভারত