মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও তনিমা আফ্রাদ এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন প্রমূখ।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের আহমেদ, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন নাসিম, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. পনির খন্দকার, পাপ্পু মির, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর যুবদলের আহবায়ক মো. ইমরুল কায়েস, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, যুবদল নেতা শওকত আকবর, মো. মকবুল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান, কলেজ শাখা সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্স, সদস্য সচিব হিমেল সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মসলিন কটন মিলের শ্রমিকদের বকেয়া পরিশোধ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় স্থানান্তর, কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল হোসেন ও মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত দীর্ঘদিন যাবৎ একই কর্মস্থলে থাকার সুবাধে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ায় তাদের বদলি, মাদক নিয়ন্ত্রণ ও শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করব।