নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পীরে কামেল হযরত মাওলানা সৈয়দ সিদ্দিকুর রহমান (রঃ) সাহেব এবং হযরত সৈয়দ মোজাক্কর আলম(রঃ) সাহেবের স্মরণে পশ্চিমভাগ দরবার শরীফের ব্যানারে সুন্নি সমাগম ও ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যায়ের খেলার মাঠে বাদ যোহর থেকে মাগরিব পর্যন্ত এ সুণ্নী সমাগম ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও কোর্ট মসজিদ, হবিগঞ্জ এর খতিব হযরত মাও: গোলাম মোস্তফা নবীনগরী সাহেবের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন পশ্চিম ভাগ দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন সাহেবজাদা সৈয়দ নাসির উদ্দিন জুয়েল সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমভাগ দরবার শরীফের ছোট সাহেবজাদা সৈয়দ শাফি মাহমুদ রাসেল সাহেব।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক এড. আলী আজ্জম চৌধুরী।
এছাড়াও উক্ত সুন্নী মহাসমাগম ও ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ মূল্যবান বয়ান পেশ করেন।সুন্নী সমাগম ও ওয়াজ মাহফিলে পশ্চিমভাগ দরবার শরীফ এর শত শত ভক্ত-আশেকান ও মুরিদান অংশগ্রহণ করেন।
মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে সুন্নী সমাগম ও ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।