নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। বুধবার রাত আনুমানিক ১২: ৪০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নয়ন খাঁন উপজেলার ২ নং ভলাকুট ইউনিয়নের বাসিন্দা ও ইসলাম খানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১২: ৪০ ঘটিকার দিকে ভলাকুটের ইদ্রিসের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়েছে । এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।