আজ ১৩ ই নভেম্বর বুধবার, পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন হয়, সকাল থেকেই বেশিরভাগ বুথে দেখা যায় শীতের আমেজ পড়তে না পড়তেই ভোট কেন্দ্রগুলি শুনশান, ১২ ই নভেম্বর থেকে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছেন বুথে বুথে, সকালে মেদিনীপুর বিধানসভার শালবনী জঙ্গল মহলের ৩১ নম্বর ভোট কেন্দ্রে সেইরকম চিত্র দেখা গেল। বেলা বাড়ার পর ভোটাররা ভোট দিতে একে একে ভোটকেন্দ্রে আসছেন।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী মণি কুন্তল খামরুই তার নিজের ভোট কেন্দ্র, চৈতা প্রাথমিক বিদ্যালয়ে স্বস্তিক সহ ভোট দিলেন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানালেন , এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ চলছে। কয়েকটি ইভিএম বিকল ছাড়া তেমন কিছু অভিযোগ তিনি করেননি। পাশাপাশি তিনি জানান মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাহলে সি পি আই কে ভোট দেবে, আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে। তিনি আর একটা কথা তুলে ধরেন, বেলা বাড়ার সাথে সাথে যদি সেটিং হয়ে যায় দাবিটিকে তুলে ধরেন,
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা , কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন, কেন্দ্র বাহিনী বিভিন্ন জায়গায় তৃণমূল এজেন্ট এবং ভোটারদের ভয় দেখাচ্ছে , এছাড়াও বেশ কিছু জায়গায় ইভিএম মেশিন খারাপ, আলো নেই ,সেড বা ত্রিপল দেওয়া নেই, রোধ বাড়ছে, বহিরাগতদের নিয়ে আসা হয়েছে, পাড়া রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকছেন,
এর পাশাপাশি চাঁদড়ায় বিজেপি কর্মীদের উপর পুলিশ তাণ্ডব চালাচ্ছে, সেই অভিযোগের উত্তর দেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা, সংবাদ মাধ্যমের কাছে সমস্ত কিছু তুলে ধরলেন। তবে তিনি বলেন সকালের দিকে সমস্ত বুথি ছিল ভোটারদের সংখ্যা কম, ভোট দিতে তেমন কেউ আসেনি, বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি বুথে ভিভ জমেছে ও সকলে শান্তিপূর্ণ ভোট দিচ্ছে, কোনরকম গন্ডগোলের সৃষ্টি হয়নি।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, ভারত।