মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম’র সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় নড়ালিয়া গ্রামে জামাল বাড়ি,আজিমুজ্জামান এর সহধর্মিণী আমেনা বেগমকে ১১/১১/২০২৪ ইং রাত ৭টায় কাঠ দিয়ে, পিছনে থেকে হামলা করে দুর্বৃত্তরা, এতে উনাকে এমন জোরে আঘাত করে যে, উনার পা ভেঙ্গে ফেলে। এতে তিনি পরে জোরে চিৎকার করলে এলাকাবাসী এসে উনাকে উদ্ধার করে। তিনি বলেন, তিনি কারও মুখ দেখেন নিই। দুর্বৃত্তদের কাউকে তিনি চিনতে পারে নিই। কে বা কারা এমন জঘন্য কাজ করেছে তিনি জানেন না।
উল্লেখ যে, আমেনা বেগম একজন উচ্চ শিক্ষিত ভদ্র মহিলা। তিনি কাজীপাড়া বায়তুন নূর দাখিল মাদ্রাসায় দীর্ঘ প্রায় ৮ বছর ধরে সম্মানের সাথে শিক্ষকতা করে আসছেন।
সকালে উনাকে দেখার জন্য, মাদ্রাসা র শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীরা সহ এলাকার হাজার হাজার মানুষ ওনাকে দেখতে গিয়েছেন। তিনি অত্যান্ত ভালো ও ভদ্র মহিলা।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানাতে অভিযোগ করা হয়েছে।
পরিবার ও এলাকাবাসী দুর্বৃত্তদের কে আইনের আওতায় এনে, সঠিক বিচার করার দাবি জানান প্রশাসনের প্রতি।
প্রচন্ড আঘাতের কারণে তিনি বিছানায় শোয়া অবস্থায় আছে এখন।