মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে লবণে চেতনানাশক মিশিয়ে হিন্দুসম্প্রদায়ের পাঁচ বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের মো: আল আমিন সরকার,মো: সাইদুল ইসলাম, সিএনজি চালক মোঃ হামিদুল ইসলাম এবং শ্রী পল্লব কর্মকার। পরেগ্রেফতারকৃতরা তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, স্বর্ণের দোকানদার, পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি স্বর্ণ, ৩ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেন।
শাহজাদপুর থানার ওসি সাংবাদিকদের জানান, সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের পাল পাড়ার হিন্দু সম্প্রদায়ের পাঁচ বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে। এই মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।