মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
'ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার'- এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪ ইং ময়মনসিংহ ডায়াবেটিস সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ পালিত হয়। এ-উপলক্ষ্যে হরিকিশোর রায় রোডস্থ মডাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোলপুকুরপাড় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি'র আয়োজন করা হয়।
এ উপলক্ষে মডাস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক শেখ আমজাদ আলী, সহ-সভাপতি, মডাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মো. আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রদীপ কুমার সাহা, উপ-পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ। অনুষ্ঠানে বক্তারা সুস্বাস্থ্য নিশ্চিতে ডায়াবেটিসের ঝুকি ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
এসময় রেঞ্জ অফিস, জেলা পুলিশ, ময়মনসিংহ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; ডায়াবেটিস সমিতির সদস্যবৃন্দ; সচেতন নাগরিক সমাজ ও সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।