ঝালকাঠি প্রতিনিধিঃ
ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় রূপান্তর এর আয়োজনে আইন সহায়তা এ্যাক্টিভিটি'র ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১১ টায় সভা শুরু হয়। ঝালকাঠি সদর উপজেলা সহকারী ভূমি অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে ইউএসিআইডির অর্থায়নে রূপান্তর বাস্তবায়িত আইন সহায়তা এক্টিভিটি প্রসঙ্গে ধারণা প্রদানসহ উপজেলা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ দাপ্তরিক কাজের মধ্য দিয়ে লিগ্যাল বিষয়ে জনগণকে সচেতন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। এই কমিটি আরও সক্রিয় করার প্রতি জোর দেন। উল্লেখ্য ইতিপুর্বে ঝালকাঠি জেলার আরও ৬ একটি ইউনিয়নের লিগ্যাল এইড কমিটির সাথে একই সভা অনুষ্ঠিত হয়।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।