নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকায় খাজা ভান্ডার নামক একটি চাউলের গুদাম থেকে যৌথ বাহিনীর অভিযানে ৩০ টন সরকারি রেশনের চাউল জব্দ করে যৌথ বাহিনীর জিম্মায় নেয়া হয়েছে।
গত ১৩ নভেম্বর দিবাগত রাত ৯ টার সময় যৌথ বাহিনী সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনীর বরাত জানা যায় অবৈধভাবে সরকারি চাল মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পার্শ্ববর্তী লোকজন থেকে জানা যায় দীর্ঘদিন ধরে খাজা ভান্ডার নামক এই গোডাউন থেকে পাহাড়তলী বাজারের প্রত্যেকটা দোকানে চাউল সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন অত্র এলাকায়ও পাইকারি ও খুচরা বিক্রি করা হয় অবৈধভাবে সরকারি চাল ক্রয় করে বিভিন্ন আকর্ষণীয় বস্তা তে মোড়কজাত করে বাজারজাত করতো যা রীতি মত ভোক্তাদের সাথে প্রতারণার সমিল।
এই অবৈধ চাউলের বিষয়ে খাজা ভান্ডারের স্বত্বাধিকারী
শাহাবুদ্দিন জানান, তিনি এই চাউল গুলো রেশন স্টোর নামক একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন এই সময় ক্রয়ের কিছু চালান রশিদ যৌথ বাহিনী কে দেখান তিনি।
গোডাউন থেকে জব্দকৃত ৩০ টন চাউল বর্তমানে যৌথ বাহিনীর জিম্মায় খাজা ভান্ডারের গোডাউনে জব্দকৃত অবস্থায় রয়েছে। ম্যাজিস্ট্রেট বিষয়টি খতিয়ে দেখার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এই বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা সরেজমিনে ঘটনাস্থলে টিম নিয়ে ঘুরে এসেছি পরবর্তীতে যৌথ বাহিনী ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছে এবং কাগজপত্র যাচাই-বাছাই করে দেখছে।