মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে রায়হান মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের ১২ দিন পর প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাউধরন গ্রামের সুয়েল মিয়ার ছেলে শাওন মিয়া (১৩), কাওছার মিয়ার ছেলে শহীদ আলম (১৫)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারদের মধ্যে শাওন হত্যা মামলার প্রধান আসামীসহ আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন হয়েছে।