বিপুল রায় কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ফুলবাড়ি উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ফুলবাড়ি বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে দুটি দোকানে অভিযান চালিয়ে পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং সতর্কতামূলকভাবে ২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব রেহেনুমা তারান্নুম এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া, পুলিশের একটি দল, কুড়িগ্রামের অ্যাক্টিভিস্টা এবং গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং কাগজের ঠোঙ্গার ব্যবহার বাড়াতে হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।