সুমন মজুমদার
একজন ইউএনও কতটা জনপ্রিয় হতে পারেন তার ঝলমলে নজির চট্টগ্রাম জেলার লোহাগাড়ার ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান।২০২৩ সালের ১৪ নভেম্বর তিনি লোহাগাড়া উপজেলার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। তারপরের গল্প এখন উপজেলার মানুষের মুখে মুখে।
সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যেকোন অনুষ্ঠানে ইনামুল হাছানের উৎসাহী উপস্থিতিই প্রমাণ দেয় তিনি কতটা উদার ও মিশুক প্রকৃতির মানুষ। কথাবার্তায় মার্জিত ও আচরণে অত্যন্ত ভদ্র এই মানুষটি মাত্র এক বছরে লোহাগাড়াবাসীর মন জয় করে নেন। লোহাগাড়া উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হন ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান। মুহাম্মদ ইনামুল হাছান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের পর সফলতার সাথে এক বছর সময় অতিবাহিত করলেন। একই সাথে তিনি তার কর্মদক্ষতা, মননশীল ও সহনশীল মনোভাব পোষণের মাধ্যমে লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনগণের প্রিয়ভাজন ব্যক্তি হয়ে ওঠেন। তিনি তার মেধা-মননে একজন সুদক্ষ সরকারি প্রশাসনের ক্যাডার অফিসার হিসেবে যথেষ্ট প্রশংসিত হয়েছেন।লোহাগাড়া উপজেলায় যোগদানের পর থেকে অত্যন্ত সুদক্ষ প্রশাসনিক সমন্বয়, বিচক্ষণতার সাথে সদাশয় উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কাজের তদারকি করা এবং উপজেলার সর্বস্তরের জনগণের মধ্যে মেলবন্ধন তৈরি করার মত গুণাবলীর জন্য প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়াও তিনি যৌতুক,বাল্যবিবাহ রোধ,নিয়মিত বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও ইভটিজিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৯ ইউনিয়নের চেয়ারম্যান, মাধ্যমিক স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির পদ অব্যাহতি দেওয়ায় তার প্রশাসনিক কাজের পাশাপাশি উক্ত পদসমূহের কর্মভার তিনি বহন করছেন। এমতাবস্থায় তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় ইউনিয়ন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধির সমন্বয়ে সেচ্ছাসেবী কমিটি, শিক্ষা কমিটি, বাজার মনিটরিং কমিটি গঠনপূর্বক স্থানীয়দের মাঝে সম্প্রীতি সুদৃঢ়করণের অব্যাহত চালিয়ে যাচ্ছেন।
ত্রাণ কার্যক্রম তদারকি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সমাজ সেবা বিভাগ,মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী - শিশু নির্যাতন প্রতিরোধ ও উন্নয়ন, আশ্রয়ণ প্রকল্পসহ সেবামূলক বিষয়গুলো নিবিড়ভাবে তদারকি করে যাচ্ছেন সমাজের প্রেরণাদানকারী এই ইউএনও। এছাড়াও তিনি সফলতার সাথে মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং এবং স্বচ্ছতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সরকারি বরাদ্দ দেয়ায় লোহাগাড়া উপজেলাবাসীর কাছে প্রশংসিত হন। এ ছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্য ব্যাপক সাড়া ফেলে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, আমি লোহাগাড়া উপজেলায় যোগদানের পর থেকে প্রতিনিয়ত চেস্টা চালিয়ে যাচ্ছি লোহাগাড়া উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তর করার জন্য। ইতোমধ্যে উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেছি। সেই সাথে সরকারের নির্দেশে এবং ডিসি মহোদয়ের দিকনির্দেশনায় আমি চেষ্টা করেছি সরকারের সকল কর্মকাণ্ড সুন্দর ও সুচারুভাবে পালন করে সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে। তিনি আরো বলেন, লোহাগাড়া উপজেলা বাসীর আন্তরিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আমি আমার কর্মধারা সুপরিকল্পিতভাবে অব্যাহত রাখতে পারবো বলে আশা রাখি।