1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ কালিহাতীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীর ৩ বছরের কারাদন্ড মনপুরায় জুলাই বিপ্লবের ঘোষনাপত্র প্রকাশের দাবিতে লিপলেট বিতরন আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”- শীর্ষক কর্মশালা বিনিনিরাইলে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

 

মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ১৫/১১/২০২৪ ইং

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের হরিনাথপুর(পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীসহ আশপাশের ভোগান্তির শিকার এলাকাবাসী অংশ নেন।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের পুরনো রাস্তাটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাস্তার দুই পাশে ঘরবাড়ি বানিয়ে দখল করে রেখেছেন। তাঁরা গ্রামবাসীর অনুরোধ এবং অসুবিধার তোয়াক্কা করেন না। উল্টো ভয়ভীতি হুমকি-ধামকি দেন। অথচ ওই রাস্তা দিয়ে প্রাইমেরি স্কুল, উচ্চ বিদ্যালয়, ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে প্রতিদিন হাজারো লোক যাতায়াত না করতে পেরে প্রায় ১ কিঃলোঃ রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। দখলকারীদের আগ্রাসনে রাস্তাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা রাস্তাটি দখলমুক্ত করে ব্যবহারে উপযোগী করার দাবি জানায়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে জানিয়েছে তারা।

মানববন্ধনে পোরজনা উচ্চ বিদ্যালয়ের রাহুল, আশিক, মুজুম, জোনাকি খাতুন, রোজা, তানজিলা খাতুন সহ আরো অনেকে বলেন – বাজার ঘুরে বিদ্যালয়ে যাওয়ার সময় ইভটিজিং এর শিকার হতে হয় বিদ্যালয়ের ছাত্রীদের। মানুষের চলাচলের জন্য এ রাস্তাটি খুব দরকার। কয়েকজন অসৎ লোক জনসাধারণের বহুল ব্যবহৃত পুরনো রাস্তাটি দখল করে রেখেছেন। ফলে আমাদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এ ব্যপারে পোরজনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব: রুহুল আমিন জানান, ৭২৩৭ দাগে শত বছরের পুরনো রাস্তাটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য উদ্ধতন কতৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হয়েছে। আশাকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাস্তাটির বিষয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি