মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ১৫/১১/২০২৪ ইং
শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে পূর্ব-বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় এ সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ উপস্থিত হয় এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দু’পক্ষের মধ্যে পুরনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে লাঠিসোটা, ইটপাটকেল ব্যবহার করা হয় এবং এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এই গ্রামে কিছুদিন আগেও একই ধরনের ঘটনায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। বারবার এমন সংঘর্ষের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।
সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী বারবার সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।