মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক আটকে থাকার ঘটনায় সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান বাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী-জনতা।
১৫ নভেম্বর শুক্রবার বিকেলের দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাটাগাং নামক নদীতে থাকা ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়তে গিয়ে ভাগ্যক্রমে আটকে যায়। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তবে সেতুর মধ্যস্থানে ট্রাকটি আটকে থাকায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার পর থেকে নদীতে ছোট ছোট খেয়া নৌকা চালু হয়েছে। এসব নৌকাযোগে স্থানীয় পথচারী জনতা নদী পারাপার হতে পারলেও দুর পাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে।
সরেজমিনে আটকেপড়া যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, এতো বড় নদীর উপর থাকা ঝুঁকিপূর্ণ এ বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচলে সারাক্ষণ দুর্ঘটনার আশাঙ্কা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ সেতু রেখে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক চালু করা সঠিক হয়নি। এ সেতুটি এখন মরণফাদে পরিণত হয়েছে। পর্যাপ্ত সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। এছাড়া এখানে দুর্ঘটনা এড়াতে নতুন সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে।
প্রসঙ্গত-গত বছরও এ সেতু ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবুও ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়নি।