আজ ১৫ ই নভেম্বর শুক্রবার, ঠিক দুপুর ৩ টায়, কলকাতার দ্য পার্ক হোটেলে, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে, আসন্ন ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন। এবং আগামী বইমেলার বিভিন্ন বিষয় তুলে ধরলেন। তাহার সাথে একটি লোগোর শুভ সূচনা করলেন।
উপস্থিত ছিলেন পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে। কলকাতার জার্মান ভাইস কনসাল মিস্টার সিমোন ক্লাইনপাস, কলকাতার গোয়েটে ইন্সটিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভেগে, মিলিন্দ দে, রনিত দাশগুপ্ত সহ অন্যান্য সদস্যগণ।
প্রতি বছর শারদ উৎসবের পর এই রাজ্যে সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা, তাই এই ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হতে চলেছে ২৮ শে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত, সল্টলেক বইমেলা প্রাঙ্গনে।
এই মেলার শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক অন্যান্য গুণীজনেরা। সহযোগিতা করছেন, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, তথ্য ও সংস্কৃতি বিভাগ ,নগর উন্নয়ন দপ্তর ,ফায়ার ব্রিগেড, বিধাননগর পৌর সংস্থার সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তর। তাহার সাথে সাথে পরিবহন দপ্তর ও মেট্রো পরিষেবা।
এবারে আনন্দিত পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ও সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা, এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৮ তম বৎসরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে, সাহিত্য সংস্কৃতিতে এক ঐতিহ্য মন্ডিত দেশ জার্মানি।।
প্রতিবছরের মতো আগামী 2025 এর বইমেলায় যে সকল দেশ অংশগ্রহণ করছেন, তাহাদের মধ্যে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ,ইতালি ,স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকা সহ অন্যান্য দেশ।, ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে, দিল্লি, উত্তর প্রদেশ ,মধ্য প্রদেশ ,হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা ,কেরালা, উড়িষ্যা, ছাড়াও থাকছে লিটিল ম্যাগাজিন, প্যাভিলিয়ন চিল্ড্রেন্স সহ অন্যান্য স্টল।
অনুষ্ঠান শেষে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হলে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা দুঃখিত স্টল না বারাতে পাড়ায়, কারণ আমাদের যে জায়গার পরিধি তার মধ্যেই আমাদেরকে বইমেলা করতে হয় তাই এবারও একই স্টল থাকছে, কিন্তু নতুন বইয়ের পরিমাণ অনেক বেশি হয়েছে, সেগুলি বিভিন্ন জায়গায় প্রকাশিত হবে, শুধু একটা কথাই বলতে চাননি এবারে বাংলাদেশের স্টল নিয়ে, এর পরিপ্রেক্ষিতে একটি কথাই বললেন, সরকার যেভাবে অনুমোদন করবেন, আমরা সেভাবেই এগোবো, তবে এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভেল, কেএলএফ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 2025।
আর ধন্যবাদ জানাবো, বইপ্রেমীদের, যাহারা বইমেলার বই কিনে, আমাদেরকে এক এক ধাপ এগিয়ে নিয়ে চলেছেন, আমরা আশা করব এবারও ভালো ফল পাবো, বইমেলায় আরো ভিড় জমবে, এবং বিক্রি বাটাও বেশি হবে। প্রতিবছরের মতো বইপ্রেমীদের জন্য সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা একই রকম থাকছে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, ভারত