স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম নগরীর খুলশীতে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের উদ্যোগে ও ব্লাক টু ব্লু সোসাইটি এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর যৌথ প্রোযোজনায় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার বিকেল ৩ টায় খুলশী থানাধীন উতলা সংঘের মাঠে আফজাল হোসেন রিফাতের সঞ্চালনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের সভাপতি হারিছা খানম সুখীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোর্টের আইনজীবী ইমদাদুল ফারহান, আইনজীবী মোহাম্মদ বরকাতুল্লাহ খান,
২ টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী,
সভাপতি জাগ্ৰত যুব সংঘ সংগঠনের সভাপতি জয়নুল আবেদীন। এছাড়া অন্যান্যদের মধ্যে মোহাম্মদ আশলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কাশেম এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব ও ব্লাক টু ব্লু সোসাইটি নামে দুটি দল অংশগ্রহণ করে।
খেলার প্রথমার্ধে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব ১-০ গোলে এগিয়ে থাকে। এরপর বিরতির পর কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াড়দের দুর্দান্ত খেলায় আরও একটি গোল ছিনিয়ে আনতে সক্ষম হয়।
শেষে ২-০ গোলের ব্যবধানে বিজয় ছিনিয়ে আনে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াড়েরা।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন।
এর আগে এই টুর্নামেন্টে মেয়েদের ব্যাডমিন্টন খেলার একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
পুরস্কার প্রদান শেষে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ও আশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কর্মী হারিছা খানম সুখী বলেন, বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরাই মোবাইলফোনে আসক্ত। তাই তাদেরকে মোবাইল ও অনলাইন গেইম থেকে ফিরিয়ে মাঠে ফিরিয়ে আনতেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি।
আগামীতেও ইনশাআল্লাহ আরও বৃহৎ পরিসরে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবো।