মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মংরাজবাড়ীতে আর্ট এন্ড কালচার ইনিস্টিটিউট, রাজপাড়া যুবসমাজ ও রাজবাড়ী মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে সত্য বুদ্ধ মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) মংরাজবাড়ী হল প্রাঙ্গণে বীরমুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইং বাহাদুর ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক আব্রে মারমার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের সেকেন্ড ইন কমান্ড মেজর জুনায়েদ বিন কবির পিএস সি জি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইং বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নবগঠিত অন্তবর্তীকালীন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল আমীন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ মোকতাদির হোসেনসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।