1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
রাজাপুর উপজেলায় চালু হলো কৃষকের পন্যে ভোক্তার বাজার স্বস্তি - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মামলায় জহিরুল ইসলাম পান্না গ্রেফতার মাদারীপুরের রাজৈরে আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরণ আকাশ মন্ডল একাই সাতজনকে হত্যা করে : র‍্যাব ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ মধ্যরাতে সচিবালয়ে আগুন প্রাক্তন স্বামীর হয়রানি মূলক মিথ্যা মামলার শিকার গোপালগঞ্জ কাশিয়ানী সাজাইল ইউনিয়নের – ( মিম ) পাথরঘাটা উপজেলা পরিষদের ত্রাণ ও দুর্যোগ শাখার স্পিডবোটের পেট্রোল ট্যাঙ্ক বিস্ফোরণ আদালতের নির্দেশ অমান্য করে ভূমি দূস্য সন্ত্রাসী গং জোর পূর্বক জমি দখলের চেষ্টা গোপালগঞ্জের ডিবি -র পৃথক ৩ অভিযানে ২৫ কেজি গাজা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬৫ বোতল ফেনসিডিল সহ আটক ৪ খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন।

রাজাপুর উপজেলায় চালু হলো কৃষকের পন্যে ভোক্তার বাজার স্বস্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬নভেম্বর) সকালে উপজেলা চত্বরে চালু হয়েছে কৃষকের পন্যে ভোক্তার বাজার স্বস্তি। সকালে এর শুভ উদ্বোধন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, ৩ নং রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তালুকদারসহ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক তাদের উৎপাদিত পন্য বিক্রির জন্য স্বস্তির বাজারে নিয়ে আসেন। ক্রেতারাও তুলনামূলক কমদামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পেরে স্বস্তি প্রকাশ করেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, লাগামহীন দ্রব্যমূল্যের হাত থেকে জনসাধারণকে স্বস্তি দিতে এ বাজারের আয়োজন করা হয়েছে। এখানে সবজি, ডিম, মাছসহ বিভিন্ন নিত্যপন্য সূলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সরাসরি কৃষক তার পন্য ভোক্তাদের কাছে বিক্রি করবেন। তাই পন্যের দাম তুলনামূলক বাজারের থেকে কম হবে এবং বাজার সিন্ডিকেট ভেঙে পন্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

ক্রেতারা জানান, এখানে কিছু পন্যের দাম অন্য বাজারের থেকে কিছুটা কম। আবার কিছু পন্যের দাম অন্য বাজার গুলোর মতোই। তবে কৃষক যদি নিয়মিত তাদের পন্য নিয়ে আসেন তাহলে দাম আরও কমবে। আমরা চাই এটা চালু থাকুক। সিন্ডিকেট ভাঙতে এই বাজারের প্রয়োজনীয়তা আছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ জানান, সিন্ডিকেট ও জনভোগান্তি দূর করার জন্য কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিতে এই বাজার চালু করা হয়েছে।

সামীর আল মাহমুদ
ঝালকাঠি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি