বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা থানাধীন মচমইল পূর্বপাড়া গ্রাম হতে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর সোয়া ৫ টায় বাগমারা থানাধীন মচমইল পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহী জেলার বাগমারা থানার মচমইল পূর্বপাড়া গ্রামের মকবুল খামারু-এর ছেলে মান্নান খামারু (৩২) ও ধামিনকৌড় গ্রামের মৃত তফিজউদ্দিনের ছেলে আবু তালেব প্রামানিক (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল পূর্বপাড়া গ্রামে ভোর ০৫:১৫ টায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা দায়ের করা হয়েছে।