মারুফ সরকার, রিপোর্টার : নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আন্দোলন। সাম্প্রতিক সময়ে আলু, পেঁয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এই আহ্বান জানানো হয়। শনিবার ১৬ই নভেম্বর রাতে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ করতে হবে। এছাড়াও, সরকারি বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী করার মাধ্যমে পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে সিন্ডিকেটের প্রভাব উল্লেখ করে সংগঠনটি বাজারে সিন্ডিকেট ভাঙতে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং খাদ্যসামগ্রীর পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আন্দোলন জানায়, তারা প্রতি সপ্তাহে বিভিন্ন টিভি চ্যানেল, প্রিন্ট, এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নিয়েছে।
সংগঠনটির চেয়ারম্যান মাসুম চৌধুরী জনসাধারণ ও মিডিয়াকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলে, "সবাই একসঙ্গে কাজ করলে একটি সহনশীল বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।