মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কুরআনের হাফিজদের নিয়ে তৃতীয়বারের মত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রহনপুর কুরআনের আলো সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি চলা ল হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩১টি মাদরাসার ৭৮জন হিফজ বিভাগের শিক্ষার্থীরা বাছাই পর্বে অংশগ্রহন করেন। পরে গ্রুপের সেরা পাঁচ জনকে নির্বাচিত করা হয়। তিনটি গ্রুপের মোট ১৫ জন প্রতিযোগিকে বিজয়ী করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) দিনব্যাপি উত্তর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডেন্টিস্ট রবিউল আওয়াল, সম্পাদক নেশা মোহাম্মদ মন্টুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার মোহতামিম, ইমাম, শিক্ষকরা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, রাজশাহী জেলার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী হাফেজ মাওলানা ইয়াসিন আলী, সাংগঠনিক সেক্রেটারী হাফেজ মাওলানা হাসান মামুন ও হাফেজ ক্বারী মাওলানা মোঃ বাইরুল ইসলাম।