বিল্লাল হুসাইন।
ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের শংকরপুর ফেরিঘাট নামক জায়গা থেকে আবুজার(৫০)নামের এক মাদক ব্যবসায়ী পাঁচ বছরের সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এএসআই শামীম। গতকাল রাতে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। আটককৃত মাদক ব্যবসায়ী আবুজর ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের শংকরপুর ফেরিঘাট গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। আবুজার রহমান ২০১৮ সালে মাদকসহ শার্শা থানায় গ্রেপ্তার হন যাহার নামে মামলা হয়।
আবুজার রহমানের নামে ২০১৮ সালে মামলা হয় মামলা নাম্বার জিয়ার ১২৭/২০১৮ মামলা নাম্বার শার্শা থানার মামলা নাম্বার ১০/২০১৮ ধারা ১৯/১০ উক্ত মামলায় পাঁচ বছরের সাজা হয়। মামলা হওয়ার পর সে পলাতক থাকে এমতাবস্থায় কোট থেকে আবুজা রহমানকে পাঁচ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা করেন,অনাদায়ী আরো এক বছর সাজা দেন। এই ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের নিকট জানতে চাইলে এএসআই শামীম জানান, আমরা দীর্ঘদিন যাবত আবুজার কে খুঁজছি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এমতাবস্থায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে সে বর্তমান ফেরিঘাট অবস্থান করছে আমি ও আমার সঙ্গীও ফোর্সসহ সেখানে উপস্থিত হয় এবং তাকে আটক করি, আরো জানান আবুজার কে কোর্টে পাঠানো হয়েছে বলে জানান।