নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। আজ রবিবার ভোর পাঁচটা দশ মিনিটে এই ঘটনা ঘটে। নিহতের নাম এখন পর্যন্ত জানা যায়নি । রিক্সার যাত্রী নিহত আর রিকশাচালক আহত হয়েছে।
আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পল্টন থানা পুলিশ।
পল্টন মডেল থানার এএসআই কামরুজ্জামান জানান, পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসটি সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যান এবং ১ জন আহত হন।আহতর অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মনজুর হোসেন ইসা জানান, আমরা সকালে যখন পল্টন এলাকায় আসি তখনই ঘটনাটি দেখতে পাই। বেপরোয়াভাবে বাস এবং ট্রাক দুজনের মুখোমুখি সংঘর্ষে মাঝখানে রিক্সা পরে চালক আহত হয় একজন যাত্রী নিহত হয়। সকালবেলায় এমন দৃশ্য দেখতে সবারই খুব খারাপ লাগে। এ ঘটনা ঘটার পিছনের মূল কারণ হলো আমাদের আরো বেশি সচেতন হতে হবে।