1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পশ্চিমা গণতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থার দেউলিয়াত্ব রাষ্ট্র সংস্কারের কাঠামো হতে পারে না - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষিজমির টপসয়েল ও পাহাড় কেটে নিয়ে যাচ্ছে মাটি ও বালু খেকো ঘুমিয়ে আছে সাতকানিয়া উপজেলা প্রশাসন গোমস্তাপুরে তীব্র শীতে আগুন পোহানোর হিড়িক জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে অভিযান চলবে পদুয়া রেঞ্জর নেতৃত্বে রেঞ্জার মামুন মিয়া উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি) লালপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অল্পর জন্য বেঁচে গেলেন সাংবাদিক মিশন বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন

পশ্চিমা গণতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থার দেউলিয়াত্ব রাষ্ট্র সংস্কারের কাঠামো হতে পারে না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, পশ্চিমা গণতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থার দেউলিয়াত্ব রাষ্ট্র সংস্কারের কাঠামো হতে পারে না। রাষ্ট্র সংস্কারের কাঠামো হবে স্বাধীনতার ঘোষণাপত্রের তিন মূলনীতি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হলে দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে। মানবাধিকার লংঘন হবে না। আর সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে জুলুম বন্ধ হয়ে যাবে। অপরাধ প্রবণতা কমে যাবে। আদালতে মামলার জট থাকবে না। প্রহসনের বিচার হবে না। সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকবে।

রবিবার রাজধানী উত্তরের ভাটারাস্থ আবু সাঈদ অডিটোরিয়ামে নগর উত্তরের নিয়মিত সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি মোঃ মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, এইচ এম রাকিবুল ইসলাম, মুফতী নিজাম উদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) আমিনুল হক তালুকদার, শরিফুল ইসলাম, নাজমুল হাসান প্রমুখ।
তিনি আরো বলেন, দেশের ৬টি সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্তরা সংস্কারের ক্ষেত্রে জাতীয় চেতনাবোধ, নৈতিকতা ও সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনযাপন পদ্ধতির প্রতি লক্ষ্য রেখে সংস্কার করবেন বলে আমরা আশাবাদী। সংস্কার যেন যৌক্তিক ও বাস্তবসম্মত হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তা না হলে জুলাই অভ্যুত্থান অর্থবহ হবে না। বারবার শুধু ফ্যাসিবাদ কায়েম হবে আর আমরা রক্ত দিয়ে হটাবো। সংস্কার এমনভাবে করতে হবে, যাতে ফ্যাসিবাদ ও কায়েমী স্বার্থবাদের সকল দরজা-জানালা বন্ধ হয়ে যায়। ক্ষমতাকে কেউ যেন আঁকড়ে ধরে রাখতে না পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি