মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (১৬ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের আয়োজিত দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ডা. শাহাদাত বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে চট্টগ্রামের সার্কিট হাউজে নির্মমভাবে খুন হন শহীদ জিয়া। তার রক্ত মিশে আছে এ স্থানে। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে এই জাদুঘর বন্ধ রেখে তার নাম মুছে দিতে চেয়েছিল। কিন্তু জিয়ার নাম মানুষের হৃদয়ে লেখা, তা মুছা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ‘উই রিভোল্ট’ বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। চট্টগ্রামই ছিল তার জীবনের শুরু ও শেষ অধ্যায়।”
অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতারা শহীদ জিয়ার স্মৃতি রক্ষার আহ্বান জানান। তারা বলেন, শহীদ জিয়ার অবদান জাতির হৃদয়ে অমলিন। জাদুঘর উন্মুক্ত করার এ সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়ে জাতির ঐতিহাসিক স্মৃতিচারণা রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান।