নিজস্ব প্রতিবেদক ঃ
অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে অবিচল চৌকস অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায়
ডিএমপির পক্ষ থেকে আজ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তিনি।
আজ (১৬ নভেম্বর)শনিবার আইজি মো. ময়নুল ইসলাম এনডিসি তার হাতে এই পুরস্কার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি, অতিরিক্ত কমিশনার ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
ডি এমপি সুত্রে জানা যায়
গত অক্টোবর মাসে অপরাধ নিয়ন্ত্রণসহ থানায় সার্বিক সেবার মান বৃদ্ধিও বিভিন্ন সূচকে শ্রেষ্ঠ থানা এবং অফিসার ইনচার্জ হিসবে হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে হাফিজুর রহমান বলেন, উত্তরা পশ্চিম থানায় সেবার মান আরও বৃদ্ধি করা এবং থানাকে সবার আস্থার জায়গায় নিয়ে আসাটাই হবে আমার প্রধান কাজ।
এ পুরস্কার আমার কাজের পরিধি, কাজের স্বচ্ছতাও জবাবদিহিতায় আরো বেশি আগ্রহ বাড়াবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সকলের সহযোগিতা চান।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, উত্তরাবাসীর সহযোগিতা ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের সার্বিক দিকনির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে।