বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৭ই নভেম্বর রোজঃ-শুক্রবার ভোর ০৫/০০ঘটিকা হইতে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্হ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় প্রতি বৎসরের মত একমাস ব্যাপী সংকীর্তন এর মধ্যে দিয়ে এবারও অনুষ্ঠিত হল মঙ্গলার পুর্ণা।
এতে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রসাদ বিতরণ শেষে সংকীর্তন এর সমাপ্তি করা হয়। এতে উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির নেতৃবৃন্দগন