শরীয়তপুর প্রতিনিধি:
“মুখে হাসি চোখে জল গড়বো মোরা সমতল” এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে দেশ ও মানব কল্যানে কাজ করা সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন” এর শরীয়তপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
২০২৪-২০২৫ সালের নতুন কার্যকরী কমিটিতে এইচ এম নাছির হোসেনকে সভাপতি, ও রকি ভূইয়াকে সাধারণ সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী এর প্রতিষ্ঠিতা ও পরিচালক নজরুল ইসলাম (শুভরাজ), সভাপতি মোঃ মোখতার মোস্তাকী ও সাধারণ সম্পাদক মো. ছবিরুল হক রায়হানের যৌথ স্বাক্ষরে উক্ত কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মিঠুন শেখ, সাংগঠনিক সম্পাদক বাদল মোল্লা।
বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সামাজিক, সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এ সংগঠন।