স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মহোদয়ের পারিবারিক ব্যবস্থাপনায়
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র জেষ্ঠ্য কন্যা, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)-র বড় বোন,
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট
(এসজেডএইচএম ট্রাস্ট) এর সম্মানিত চেয়ারপারসন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী-র সহধর্মিণী শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা.)-র স্মরণে গতকাল ১৭ নভেম্বর রবিবার বেলা ৩ টায় খতমে কোরান এবং বাদ আসর মিলাদ, ক্বিয়াম ও দোয়া মাহফিল মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এ পরিপূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীবৃন্দ ৪০ দিন ব্যাপী খতমে কুরআন এ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, ইন্জিনিয়ার আজিজুর রহমান চৌধুরী,শেখ মুজিবুর রহমান বাবুল, আবু নাসের অন্তু নুর, ডা. মাসুদ সাহেব,জনাব নরুল চিশতী সাহেব, এইচ আর মেহবুব ঝিকু, আসিফ আমান শাফায়েত, ইবনু চৌধুরী, নুরুল ইসলাম ফোরকানী, আশরাফুজ্জামান, হাফেজ আবুল কালাম, আনোয়ার হোসেন, জিয়াউদ্দিন সিকদার, সাংবাদিক বলাই আচার্যসহ প্রমূখ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বাদ এশা উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা এবং মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন জনাব হাফেজ মোহাম্মদ আবুল কালাম।
সবশেষে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফাজখানার শিক্ষার্থীদের মাঝে তাবারুক পরিবেশন করা হয়।