মিজানুর রহমান জেলা প্রতিনিধি (বগুড়া) : – বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের পার্শ্বে ব্যাক্তি মালিকানাধীন জমিতে থাকা গাছের
অতিরিক্ত ডালপালা কাটা নিয়ে নানান অভিযোগ উঠেছে। দেউলি ইউনিয়ন পরিষদ ও পাশ্ববর্তী জমির মালিক তারা উভয় এই ডালপালা কর্তন গাছটিকে নিজেদের বলে দাবি করছে।
সোমবার (১৮ নভেম্বর) সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় গত কয়েক দিন আগে ইউনিয়ন পরিষদের সীমানা ঘেঁষে থাকা ৩ টি গাছের ডাল পাশ্ববর্তী জমির উপর হেলে পরে। এতে করে জমির ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছিল। তাই কয়েকদিন আগে জমির মালিক হেলে পরা ডালপালা কেটে ফেলে। এতে করে জনমনে সৃষ্টি হয় বিভ্রান্তি। এবিষয়ে জমির মালিক ফজলুর বারি কাঠু সরকার বলেন, যে গাছগুলোর ডাল -পালা কাটা হয়েছে তা ইউনিয়ন পরিষদের জায়গায় নয়। ওখানে আমার বড় ভাই সাখাওয়াত হোসেন টুটুল সহ আমাদের ১৩ শতাংশ জমি রয়েছে। ওই জমির আইলের ওপর গাছগুলো রয়েছে। গাছগুলোর ডালপালার ছায়ার জন্য আমার জমির ফসল নষ্ট হচ্ছিল। তাই বাধ্য হয়ে ডালপালা গুলো কাটা হয়েছে।
ওই জমির বর্গাচাষি দেউলী কান্দুপাড়া গ্রামের বাবলু মিয়া জানান,ওই গাছগুলোর ডালপালা ফসলী জমির ওপর যাওয়ায় ঠিকমতো ফসল হয় না । ফসল রক্ষার স্বার্থে ডালগুলো কাটা হয়েছে।
এবিষয়ে দেউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, পার্শ্ববর্তী জমির মালিক ফজলুল বারি কাটু সরকার মুঠোফোনে জানায় গাছের ডালপালা থাকার কারনে জমিতে ফসল হচ্ছে না, তাইএগুলো কাটতে হবে। তখন আমি বলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাকে জানাবো। তখন তিনি বলেন গাছগুলো আমার জমির উপর কেন অনুমতি নিতে হবে? ওই দিন বিকালে লোকজন মারফত জানতে পারি ডালপালা কাটা হচ্ছে তখন আমি এসে তা বন্ধ করে দেয় এবং বলে আসি গাছগুলো কার তদন্ত করে দেখতে হবে। তার আগে কাটা যাবে না।