নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর , ব্রাহ্মণবাড়িয়াঃ
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্রীঘর গ্রামের কাউছার মিয়া নামে এক গরু ব্যবসায়ী ।গত রবিবার (১৭নভেম্বর)দুপুরে ময়মনসিংহের মেরেঙ্গা গরুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের কাউছার মিয়া, টেনু মিয়া ও সাজু মিয়া ব্যবসার উদ্দেশ্য ময়মনসিংহের মেরেঙ্গা গরুর বাজারে গরু কিনতে যান। গত রবিবার দুপুরে গরু কেনার এক পর্যায়ে কাউছার মিয়াকে পাওয়া যাচ্ছে না। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর মেরেঙ্গা গরুর বাজারের মাইকে ঘোষণা আসে যে, অজ্ঞান অবস্থায় একজন ব্যক্তি পাওয়া গেছে।মাইকের ঘোষণা শুনে কাউছার মিয়ার লোকজন তাকে সেখানে খুঁজে পান।পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেরেঙ্গা বাজার থেকে তার সঙ্গে থাকা লোকজন ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়ী নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ভুক্তভোগীর কাউছার মিয়ার বড় ভাই টেনু মিয়া বলেন,আমরা তিনজন ব্যবসায়ী গরু কিনতে ময়মনসিংহের মেরেঙ্গা বাজারে গিয়েছিলাম।পরে আমার ভাই কাউছার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এবং অজ্ঞান করে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে তাকে বাজারের পাশের জঙ্গলে ফেলে যায়।পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মেরেঙ্গা গরুর বাজারে মাইকে ঘোষণা করলে আমরা তাকে উদ্ধার করে রাতে নাসিরনগর সদর হাসপাতালে নিয়ে আসি।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন,
আজ রাতে কাউছার মিয়াকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে,চেতনানাশক দ্রব্য খাইয়ে কাউছার মিয়াকে অচেতন করা হয়েছে।