মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় দুই শতাধিক ভাসমান দোকান অপসারণ করা হয়।
অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই অভিযান চালানো হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, “ফুটপাত দখলমুক্ত রাখার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নগরবাসীর স্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
অন্যদিকে, উচ্ছেদকৃত দোকানদাররা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আগামীতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।