1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
আনোয়ারা শোলকাটায় দেশীয় মদ ব্যবসায়ী সহ আটক তিন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে তীব্র শীতে আগুন পোহানোর হিড়িক জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে অভিযান চলবে পদুয়া রেঞ্জর নেতৃত্বে রেঞ্জার মামুন মিয়া উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি) লালপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অল্পর জন্য বেঁচে গেলেন সাংবাদিক মিশন বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারা শোলকাটায় দেশীয় মদ ব্যবসায়ী সহ আটক তিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

আনোয়ারা উপজেলার অন্তবর্তিকালিন সরকারের নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে তিন দেশীয় মদ কারবারী কে আটক।আসামি হচ্ছে আনোয়ারা থানার পশ্চিম শোলকাটা গ্রামের ৩নং ওয়াডের,ডাকঘর : বসরখাইন ইউনিয়নের ব্যবসায়ী বলে জানান ডিউটি কৃত টাস্ক ফোর্স-২ কর্মকর্তা।আরো জানান পশ্চিম শোলকাটা এলাকায় দীর্ঘ দিন যাবৎ দেশীয় মদের ব্যবসা করে আসছেন জমির।তাদের দমন করার মত কোন উপায় না পেয়ে।স্থানীয় এলাকার মানুষ অতিষ্ঠিত হয়ে আছে।কেউ কিছু বললে তাদের নানান ভয় ভীতি দেখিয়ে আসছেন বলে জানা যায় এ ব্যবসায়ী ।কিন্ত দেশের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হওয়ায়। স্থানীয় এলাকাবাসীর প্রাপ্ত তথ্য সাপেক্ষে। অভিযান চালিয়ে দেশীয় মদ ১২০ লিটার , একটি রামদা , নগদ ৩০,০০০(ত্রিশ হাজার টাকা),২ টি বাটন ফোন, সহ মাদক ব্যবসায়ী জব্দ করেন। ইতিপূর্বে জানা যায় মাদক ব্যবসায়ীর আনোয়ারা থানায় ৮ টি মাদক মামলা রয়েছে। জমির গ্রেপ্তার চেষ্টা অব্যাহিত রয়েছে । আইন-শৃংঙ্খলা বাহিমী তৎপর হয়েছে আছেন।আটককৃত আসামীরা হচ্ছেন।
আনোয়ারা উপজেলার ৩ নং ওয়ার্ড,পশ্চিম শোলকাটা গ্রামের,বারখাইন ইউনিয়নের বাসিন্দা। তার মধ্যে ১ জন পুরুষ,২ জন মহিলা রয়েছে। প্রথম আসামী মোঃ জমির (৪৮) পিতা রফিক আহমদ
পশ্চিম শোলকাটা,৩ নং ওয়ার্ড,ডাকঘর বারখাইন,আনোয়ার, চট্টগ্রাম,
সালমা বেগম (৪৫)
স্বামীঃ ইমাম হোসেন গ্রাম : পশ্চিম শোলকাটা, ৩ নং ওয়ার্ড, ডাকঘর বারখাইন,আনোয়ারা চট্টগ্রাম। মর্জিনা আক্তার (৩৫) স্বামী নুরুল ইসলাম গ্রাম : শোলকাটা, ৩নং ওয়ার্ড,ডাকঘর বারখাইন,আনোয়ারা থানা চট্টগ্রাম। অদ্য ১৮ নভেম্বর ২০২৪ তারিখে
স্থানীয় লোকের তথ্য প্রেক্ষিতে জানা যায়। জমির হোসেন (৪৮) উভয়ে নতুন দেশীয় মদ মজুূদ করেছেন। তথ্য প্রেক্ষিতে অদ্য ১৮ নভেম্বর ২০২৪ তারিখে রাত ৮.০০ দিকে আনোয়ারা আর্মি ক্যাম্পের টাস্ক ফোর্স -২ পশ্চিম শোলকাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। সিইউএফএল ক্যাম্পে করেন এবং পরবর্তীতে তাদের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত ডিউটি অফিসার নিকট হস্তান্তর করে।আইনি প্রক্রিয়া মাধ্যমে ব্যবস্থা গ্রহন করে কোর্টে চালান দেওয়া হবে জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি