মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জোয়েলের সার্বিক তত্ত্বাবধানে , অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দীনের দিকনির্দেশনায়, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিনের প্রতক্ষ্য অংশগ্রহণে এস আই (নিঃ) এ, বি, এম তারেক হোসেনের সঙ্গিয় অফিসার ও ফোর্স সহ রামগড় থানার ২নং পাতাছড়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গভীর রাতে মামলা নং জিআর ১/২০ ধারা সংশোধনী আইন ১৯ এর ৪ সংক্রান্তে তিন বছরের সাজা প্রাপ্ত, জিআর নং ৩২৯/২০ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯ এর (অ), জিআর নং ৫৭/২৩ ধারা- ৪৪৭/৩৭৯/৪২৭/৫০৬/১০৯/৩৪ পেনাল কোড, জিআর নং ২৭৬/২০ ধারা- ৩৬৪/৩৪ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামি সুবেল ত্রিপুরা (সজল ২৮)কে হাতেনাতে অস্ত্র গুলি সহ গ্রেফতার করতে সক্ষম হয় রামগড় থানা পুলিশ।
এসময় আসামীর কাছে রক্ষিত দেশিয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুটি কার্তুজ, দুটি বাটন মোবাইল পাওয়া যায়।
জানা যায় সুবেল ত্রিপুরা (সজল) রামগড় থানার, পাতাছড়া ইউনিয়নের, জরিচন্দ্রপাড়া গ্রামের মৃত ছবি কুমার ত্রিপুরার ছেলে।
রামগড় থানার (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন তিন বছরের সাজাপ্রাপ্ত, একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলে গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে আবারও দেশিয় তৈরি অস্ত্র গুলি সহ আসামীকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত আসামী সুবেল ত্রিপুরা (সজল) এর বিরুদ্ধে মামলা নং ০৭/২৪ ধারা-19(A)19(F) The Arms Act 1878 মূলে রুজু করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।