1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নাসিরনগরে হামলা ও লুটপাটের মামলায় আটক এক - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত প্রথমবারের মত থানচি প্রেসক্লাবের মরণোত্তর গুণীজনদের সংবর্ধনা প্রদান: গোপালগঞ্জের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক উখিয়ায় ট্রাক ও বাইকের সং*ঘ*র্ষে নি*হ*ত ১ আ*হ*ত ২ নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

নাসিরনগরে হামলা ও লুটপাটের মামলায় আটক এক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

 

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার মামলায় একজনকে আটক করেছে পুলিশ । শনিবার (১৮ নভেম্বর ) বিকালে মামলার ৪নং আাসামী তোফাজ্জলকে চাতলপাড় বড় বাজার থেকে আটক করে পুলিশ।
আটকের পর থেকে নতুন করে হামলার আতঙ্কে ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মামলার পর থেকে ভয়ে বাড়ি যেতে পারছেনা মামলার বাদী নূর মোহাম্মদ।

নূর মোহাম্মদ জানান, মামলার পর থেকে আমরা ভয়ে বাড়িতে যেতে পারছি না। ওরা লাঠিসোঁটা নিয়ে বসে থাকে। যে কোন সময় আবার হামলা, ভাংচুর ও লুটপাট চালাতে পারে এই ভয়ে আছি। চাতলপাড় পুলিশ ফাড়িকে বিষয়টি জানিয়ে রেখেছি।

জানা যায়, দীর্ঘদিন ধরে চাতলপাড় বড় বাজারে এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা চালিয়ে আসছিল ফকিরদিয়া গ্রামের হাজী শহিদুল্লা ভূইয়ার ছেলে নূর মোহাম্মদ। একই বাজারে ব্যবসা করে একই গ্রামের বাবুল টেলিকমের মালিক বাবুল ভূইয়া। প্রায় দশমাস আগে নূর মোহাম্মদের কাছ থেকে ব্যবসার কথা বলে কয়েকদফায় প্রায় ২২ লাখ টাকা ধার নেয় বাবুল। পরে ধারের টাকা ফেরত চাইতে গেলেই বাঁধে বিপত্তি। কয়েক দফা তারিখ দিয়েও টাকা দেয়নি বাবুল। পরে চাতলপাড় বাজার শাখা সোনালী ব্যাংকের অনুকূলে ১০লাখ ও ১২ লাখ টাকার দুটি চেক প্রদান করে বাবুল। যে চেক ব্যাংকে ইস্যু করার পর দেখা যায় বাবুলের একাউন্টে কোন টাকা নেই। বিষয়টি নিয়ে বাবুলকে উকিল নোটিশ পাঠায় নূর মোহাম্মদ। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল ও তার ভাইয়েরা মিলে নূর মোহাম্মদের বাড়িতে হামলা চালায়। লুট করে নিয়ে যায় নগদ দেড় লক্ষ টাকা ও আড়াই ভরি স্বর্ণ। এ ঘটনায় নূর মোহাম্মদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।

চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মো. মফিজ উদ্দিন জানান, নূর মোহাম্মদের মামলায় একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি