মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জ জেলা রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক উপলক্ষে আজ মঙ্গলবার ১৯শে নভেম্বর ঢাকা রেঞ্জ, ডিআইজি পরিদর্শন করেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়। এসময় ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয় এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের একটি চৌকষ দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের সম্বনয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় এবং সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল সরকার মহোদয়। সভায় প্রধান অতিথি মহোদয় জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ডিআইজি মহোদয় সমাপনী বক্তব্যে পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং পুলিশের ইমেজ সংকট কাটিয়ে উঠার জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন করার নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়। পরিদর্শনকালে রিজার্ভ অফিস ও পুলিশ অফিসের গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত সহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।