নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
পাবলিক প্রসিকিউটর (সহকারি পিপি) হিসাবে নিয়োগ পেলেন এডভোকেট মাহমুদুল হক।সোমবার(১৮ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগ কতৃর্ক ব্রাহ্মণবাড়িয়া জেলা, জেলা দায়রা জজ নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর দায়িত্বপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন তিনি।এডভোকেট মাহমুদুল হক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক মরহুম মাওলানা শামসুল হক ও মোছা. তাহেরা খাতুন- এর চতুর্থ সন্তান।
কুমিল্লা জেলার লাকসাম থেকে এসএসসি পাশ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, প্রাইম ইউনিভার্সিটিতে
পড়াশোনা করেছেন।এলএলবিতে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছেন।বর্তমানে ঢাকার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) ডিগ্রি সম্পন্ন করছেন।
এডভোকেট মাহমুদুল হক ২৩/১২/ ২০১৮ সাল হতে বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য হিসাবে নিবন্ধিত হয়ে উকালতি শুরু করেন। তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এবং ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নিয়মিত সদস্য।