জেলা প্রতিনিধি শরীয়তপুর।
শরীয়তপুরের ভেদরগঞ্জের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়ীতে গিয়ে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জিকু মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
১৭ নভেম্বর (রবিবার) রাতে ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের ঢালী কান্দি এলাকার বাসিন্দা মালোশিয়া প্রবাসী আবু গোলদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায়, আবু গোলদার বিদেশ থেকে জিকু মুন্সির বাবার ছবি ফেসবুকে পোষ্ট করার কারণে জিকু মুন্সি নেতৃত্বে সালাউদ্দিন প্রধানিয়া, মান্নান বেপারী, বাসেত হাওলাদার, রাসেল গাজী, মিজান চকিদার সহ ৩০-৩৫ জন লোক গিয়ে প্রবাসী আবু গোলদারের বাড়ীতে তার ভাই নাসির গোলদার ও পরিবারের লোকজনদের হুমকি ধামকি দেয়।
এবিষয়ে প্রবাসী আবু গোলদারের ভাই নাসির গোলদার বলেন, গতকাল রাতে জিকু মুন্সি সহ সালাউদ্দিন প্রধানিয়া, মান্নান বেপারী, বাসেত হাওলাদার, রাসেল গাজী, মিজান চকিদার সহ ৩০-৩৫ জন লোক নিয়ে আমার বাড়িতে আসে। আমার ভাই আবু গোলদার বিদেশ থেকে জিকু মুন্সির বাবার ছবি ফেসবুকে পোস্ট দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে জিকু মুন্সি আমার বাড়িতে এসে আমাকে হুমকি-ধামকি ও আমার মারার জন্য বার বার তেড়ে আসেন। আমি এর ন্যায় বিচার চাই।
বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি’র সভাপতি আহমেদ ঢালী বলেন, নাসির গোলদারের ছোট ভাই আবু গোলদার বিদেশ থেকে জিকুর বাবার আওয়ামীলীগ সম্পৃক্ত একটি ছবি ফেসবুকে পোস্ট করেছে বলে আমি শুনেছি। সেই ঘটনাকে কেন্দ্র করে জিকু উৎত্তেজিত হয়ে নাসির গোলদারের বাড়িতে গিয়ে হুমকি দেয়। পরে ভুল বোঝাবুঝির অবসান হলে বিষয়টি মিমাংসা হয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত জিকু বলেন, নাসির গোলদারের ছোট ভাই আবু গোলদার আমার বাবার নামে ফেসবুকে একটি পোস্ট দেন। সেই ব্যাপারে আমি নাসির গোলদারের সাথে কথা বলতে যাই যে, তার ছোট ভাই আমার বাবার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তখন নাসির গোলদার বলেন, তার ভাইকে সে শাসন করবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা চলে আসি।
এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি তবে লিখত অভিযোগ পাই নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।