নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
এডিশনাল পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসাবে নিয়োগ পেলেন এডভোকেট আলী আজ্জম চৌধুরী ।সোমবার(১৮ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগ কতৃর্ক ব্রাহ্মণবাড়িয়া জেলা, জেলা দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর দায়িত্বপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন তিনি।এডভোকেট আলী আজ্জম চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের মরহুম সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে।
এডভোকেট আলী আজ্জম চৌধুরী ২৩/১২/ ২০১৮ সাল হতে বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য হিসাবে নিবন্ধিত হয়ে উকালতি শুরু করেন। তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এবং ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নিয়মিত সদস্য।
এছাড়াও তিনি তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে নাসিরনগর উপজেলা বিএনপির দায়িত্ব পালন করছেন।