স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সরকার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন করেছে। ধর্ম বিষয়ক উপদেষ্টাকে পদাধিকার বলে চেয়ারম্যান করে এ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ভবেশ চাকমা। খবর বাসসের। ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন–অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মেজর (অব.) ড. অজয় প্রকাশ চাকমা, মং হোলা চিং, অধ্যাপক ববি বড়ুয়া, রাজীব কান্তি বড়ুয়া, সুশীল চন্দ্র বড়ুয়া ও রুবেল বড়ুয়া। বোর্ডের মেয়াদ হবে ১৬ নভেম্বর, ২০২৭ পর্যন্ত।