সাভার প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটো রিকশার সাথে ধাক্কা লেগে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।
(জাবি)সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম আফসানা কারীম রাফি। তিনি বিশ্ববিদ্যলয়ের শহীদ মিনার প্রাঙ্গণে নতুন কলাভবনের সামনের রাস্তায় হেঁটে যাওয়ার সময় রিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান. দুর্ঘটনায় শিক্ষার্থীর মুখের নিচের ম্যান্ডিবল, কয়েকটি দাঁত ভেঙে যায় এবং মাথায় আঘাত পায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ডা. মো. শামছুর রহমান বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী মিলে একটি মেয়েকে সন্ধ্যা ৭টার দিকে আমাদের মেডিকেলে নিয়ে আসে। ওই শিক্ষার্থী মেয়েটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে আমরা হার্টবিট চেক করে দেখি তখনও শ্বাসক্রিয়া চলছিল। আমরা সাথে সাথেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেলে পাঠিয়ে দিই। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় তিনি মারা গেছে।