1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ কালিহাতীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীর ৩ বছরের কারাদন্ড মনপুরায় জুলাই বিপ্লবের ঘোষনাপত্র প্রকাশের দাবিতে লিপলেট বিতরন আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”- শীর্ষক কর্মশালা বিনিনিরাইলে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

আকতারুল ইসলাম, ভ্রাম্যমান, প্রতিনিধিঃ

ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জনগণের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সফল প্রচারের উদ্দেশ্যে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে দিনব্যাপী এই মেলার আয়োজন করে।

পায়রা উড়িয়ে মেলা ও রোড শো’র শুভ উদ্বোধন করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ জনাব মঈন উদ্দিন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব উম্মে কুলসুম, এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ শামস্ তিলক। এরপর মেলার স্টল পরিদর্শন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে সচেতনতামূলক একটি নাটিকা উপস্থাপণ করেন খোলসী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সদস্যবৃন্দ। এরপর উন্মক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে বিকেলে মেলা প্রাঙ্গণে একটি গম্ভীরার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ১০টি স্টল অংশগ্রহণ করে।

মেলা উদ্বোধনের পর একটি রোড শো’র আয়োজন করা হয়েছে। দিন ব্যাপী রোড শো’টি বারঘরিয়া, মহারাজপুর, রানিহাটি ও সুন্দরপুর ইউনিয়ন প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা চত্বরে ফিরে আসে। ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পের এই রোড শো’টি বিভিন্ন মোড়ে গণ জমায়েত, লিফলেট, পোস্টার এবং ব্রুসিয়ার বিতরণ করেছে। এছাড়া তথ্য অধিকার বিষয়ে ‘ সরকারি ও বেসরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ ব্যবহার জরুরি, আপনি কি একমত?’ এই বিষয়ে সিগনেচার ক্যাম্পেইন এর ব্যবস্থা করা হয়েছে। এই রোড শো’র উদ্দেশ্য হচ্ছে তথ্য অধিকার বিষয়ে সকলকে সচেতন করা এবং এর ব্যবহার বাড়ানো।
উক্ত তথ্য মেলায় গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের সিএসও সদস্য, শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি