মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে আফতাব হোসেন (৬২) এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুর ৩টায় উপজেলায় বালিঘাটা ইউনিয়নের দরগাপারা মোরে এ দুর্ঘটনা ঘটেছে। এঘটনায় দুলু মিয়া (৪৮) নামে আরো একজন দোকানদার গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,জয়পুরহাটে ভর্তি করান।
নিহত আফতাব হোসেন উপজেলার নওদা এলাকার মোহাম্মদ আলী মন্ডলের ছেলে। আর আহত দুলু মিয়া একই উপজেলার দরগাপারা গ্রামের ইদ্রিস আলী মন্ডলের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। তবে এ ঘটনায় ট্রাকের ড্রাইভার আটক রয়েছে।