মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবি প্রসঙ্গে জয়পুরহাটে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীকে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার, সহ-সভাপতি আনিসুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ, প্রচার সম্পাদক রব্বানী, কোষাধ্যক্ষ তামিম হোসেনসহ, সদস্য এ্যাড. আনোয়ার হোসেন রানা, অন্যান্যরা।