গোপালগঞ্জ কোটালীপাড়া সংবাদদাতা – শেখ কামরুজ্জামান (রানা )।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার লাল শাপলা হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার বলেন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন । সাথে সাথে বিভিন্ন কর্মসূচির বিষয়ে যে সমস্ত উপকমিটি গুলো রয়েছে তাদেরকে অবহিত করে সংযোজন ও বিয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সকলকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা জারি করেন ।
এবছর যেহেতু কুচকাওয়াস ও ডিসপ্লে প্রদর্শন করার কথা নেই, তাই শিল্পকলা একাডেমি ও শহীদ মিনার চত্বরে একটি মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে । এ মেলার মাধ্যমে স্টলগুলোতে বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ইতিহাস ঐতিহ্যকে জনগণের সামনে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয় ।