মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জের শ্রীনগর ১ম পক্ষ ১.মোঃ এ.বি. সিদ্দিক রানা পিং-আঃ রহমান মোল্লা সাং-বিবন্দী, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ।
২য় পক্ষ ১. মোঃ রমজান আলী ২. মোঃ রজ্জব আলী বাসার ৩. আমজাদ হোসেন ৪. মোঃ আওলাদ হোসেন ৫. মোঃ ফরহাদ হোসেন পিতা-মৃত জলিল বাসার ৬. মোঃ সাওন বাসার পিতা রজ্জব বাসার সাং- বিবন্দী, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ।
এতদ্বারা উভয় পক্ষদেরকে জানানো যাচ্ছে যে, ১ম পক্ষ ২য় পক্ষের বিরুদ্ধে সরকারী জমি এবং ১ম পক্ষের মালিকানাধীন সমপত্তি জবর দখল করেছেন এই মর্মে সহকারী কমিশনার (ভূমি) মহোদয় এর কার্যালয়ে একটি অভিযোগ করেছেন। সে প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি), শ্রীনগর মহোদয়ের নির্দেশ মোতাবেক নিম্ন তপছিল বর্ণিত ভূমি আগামী ২০/১১/২০২৪ খ্রিঃ তারিখে বেলা ১১.০০ ঘটিকায় নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক সরেজমিনে তদন্ত করা হবে। উক্ত তারিখে যথা সময়ে পক্ষদেরকে স্ব-স্ব পক্ষীয় প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাক্ষী প্রমান সহ সরেজমিনে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তপসিল মৌজা খতিয়ান ৮১০ দাগ বিবন্দী ১৫৮৯, ১৫৯০,১৫৯১।
(মোহাম্মদ নাছির উদ্দিন) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কুকুটিয়া ইউনিয়ন ভূমি অফিস শ্রীনগর, মুন্সীগঞ্জ।