বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অর্থনৈতিক সমস্যার কারণ দেখিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী খাসিয়া (খাসি) সম্প্রদায়ের ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠান চলতি বছর না হওয়ার কথা জানানো হয়েছিল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এ উৎসব অবশেষে হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন সম্প্রদায়ের লোকজন।
আয়োজক খাসি সোশ্যাল কাউন্সিল জানিয়েছে, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি হবে ২৩ নভেম্বর। প্রতিবছরের মতো এবারও আয়োজনের রঙে সাজবে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়াপুঞ্জির মাঠ।